নিজেই বানাই এয়ারফোন ব্যাগ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেক সময়ই হিমশিম খেয়ে যাই। বিশেষ করে ব্যাগের মধ্যকার ছোট্ট ছোট্ট জিনিসগুলো। ব্যাগের মধ্যে এয়ারফোন রাখলে বেশির ভাগ সময়েই পেঁচিয়ে জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই এয়ারফোনের জন্য ১ ঘণ্টা সময় ব্যয় করে যদি নিজেই তৈরি করে ফেলা যায় একটা ব্যাগ তাহলে বেশ হয়। দেখে নিন ব্যাগ তৈরিতে নিয়ম কানুন - যা যা লাগবেঃ ০১. রুমাল সাইজের প্রিন্টেড কাপড়ের টুকরো ০২. একই সাইজের এক কালার কাপড়ের টুকরো ০৩. ফ্লানেলের কাপড়, না থাকলে কেউ বকরম-ও ব্যবহার করতে পারেন ০৪. নাইলনের একটি ছোট্ট জিপার ০৫. সেলাই করার সরঞ্জাম প্রথমে ব্যাগের নিচের পার্ট বানানোর জন্য ৩ ধরনের কাপড়কেই ৪.৫” করে গোলাকার করে কেটে নিন।( সেলাই করে ব্যাগের পরিধি ৪” হবে) এবং উপরের পার্ট বানানোর জন্য অর্ধ গোলাকৃতির করে মোট ৬ টুকরো কাপড় কেটে নিন। ব্যাগের লুপ বানানোর জন্য ১.৫” পরিমাণ কাপড়ের টুকরো কেটে নিন। নাইলনের জিপারকে সোজাভাবে রেখে ছবির মতো করে কাপড় রেখে সেলাই করে দিন। একই ভাবে অপর দিকেও বাকি অংশ দিয়ে সেলাই করুন। তবে ছবিতে সাদা কাপড়ের উপরে নীল কাপড়টা দেয়া হয়নি, আপনারা প্রথমে প্রিন্টেড, ফ্লানেল ও শেষে এক রঙা কাপড় রেখে সেলাই করবেন। এবার সেলাই করা অংশ গুলো উল্টিয়ে দিলেই কাপড়ের সোজা দিকটা বের হয়ে আসবে। ব্যাল্যান্স টা ঠিক রাখার জন্য উপরের দিকে দুই পাশে সোজা সেলাই দিয়ে দিন। ব্যাগের নিচের পার্টের কাপড় রেডি করুন- প্রিন্টেড-ফ্লানেল-এক রঙা এভাবে চারকোনা যে কাপড়ের টুকরা কেটে রেখেছিলেন সেটা দিয়ে লুপ সেলাই করুন। লুপটা ২ ভাজ করে জিপারের শেষের দিকের অংশে একটু সেলাই করে বা পিন দিয়ে আটকে নিন। জিপার অবশ্যই খোলা রাখবেন এবার ব্যাগের ২ পার্টের সোজা দিকটা ভেতরে দিয়ে উল্টা দিকটাতে চারপাশ গোল করে সেলাই করে ফেলুন। এক্সট্রা জিপার গুলো কেটে ফেলুন। এইবার জিপারের খোলা মুখ দিয়ে ভেতরের কাপড় উপরে বের করে সোজা করলেই হয়ে গেলো ব্যাগ। সোজা দিকের চারপাশে একটা সেলাই দিয়ে দিন আর তৈরি হয়ে গেলো চমৎকার একটা ব্যাগ। ব্যাগের লুপে পুরানো একটা চাবির রিঙের রিং লাগিয়ে দিন। এইতো আর কখনই আপনার এয়ারফোনটি নিয়ে চিন্তা করতে হবে না। তবে এই ব্যাগ গুলো যে শুধু এয়ারফোন রাখার জন্যই তা নয় কিন্তু, চাইলে পরে বিভিন্ন সাইজের, আকৃতির বানিয়ে ব্যবহার করতে পারবেন। আশা করি সবার এই আইডিয়াটি ভালো লেগেছে।
(RSS generated with FetchRss) We miss you the Fast & Furious Star Paul Walker on Facebook http://ift.tt/2gIq9Tk
(RSS generated with FetchRss) We miss you the Fast & Furious Star Paul Walker on Facebook http://ift.tt/2gIq9Tk
No comments:
Post a Comment