Saturday, April 29, 2017

মাউসের ক্লিকেই চালু হবে কম্পিউটার

সাধারণত সিপিইউর পাওয়ার বোতাম চেপেই ডেস্কটপ কম্পিউটার চালু করতে হয়। অনেক সময় পাওয়ার বোতাম কাজ না করলে সেটির বিকল্প হিসেবে কি-বোর্ড বা মাউস ব্যবহার করেও কম্পিউটার চালু করা যাবে। গিগাবাইট মাদারবোর্ডে এমন সুবিধা আছে। তা ছাড়া যেসব মাদারবোর্ডের বায়োস মেনুত পাওয়ার অন বাই কি-বোর্ড/মাউস সুবিধা আছে সেটিতেও এই পদ্ধতি প্রয়োগ করে কাজটি করা যাবে।

যা করতে হবে
কম্পিউটার চালু করে Delete বোতাম চেপে বায়োসে অপশনে সচল করুন। এখানে Power Management Setup অপশন নির্বাচন করে এন্টার বোতাম চাপুন। তালিকার বিভিন্ন সেবা থেকে Power on by Mouse নির্বাচন করে এন্টার চাপুন। এখানে Double Click নির্বাচন করে দিলে মাউসের দুই ক্লিক করেই কম্পিউটার চালু করা যাবে। এই তালিকা থেকে যদি Power on by Keyboard নির্বাচন করেন, তাহলে কি-বোর্ডের নির্দিষ্ট বোতাম চেপে কম্পিউটার চালু করা যাবে। তাই Power on by Keyboard থেকে Password নির্বাচন করুন। তাহলে এটির নিচে KB Power on Password আসবে। সেটিতে এন্টার চেপে পরপর দুবার পাসওয়ার্ড লিখে দিলে পাসওয়ার্ড ছাড়া কেউ কম্পিউটার চালু করতে পারবে না।

Power on by Keyboard থেকে Keyboard 98 নির্বাচন করলে কি-বোর্ডের যেকোনো বোতাম চেপে কম্পিউটার চালু করা যাবে। কাজ শেষে F10 বোতাম চেপে পরের বার্তায় এন্টার চেপে সেটিংস সংরক্ষণ করুন। এখন কম্পিউটার শাটডাউন করে কিছুক্ষণ পর মাউসে ক্লিক বা কি-বোর্ডে যেকোনো বোতাম চাপলেই কম্পিউটার চালু হবে।



from ICT Shongbad http://ift.tt/2pImJG1

পি১০ যখন হাতের নাগালে

পেশাদারি ছবি তুলতে আলোকচিত্রীরা ডিএসএলআর ব্যবহার করেন। এখন স্মার্টফোনের যুগে ডিএসএলআর মানের ছবি তোলার সুবিধা দিতে চীনের স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে এনেছে পি১০ নামের একটি স্মার্টফোন। এতে ব্যবহৃত হয়েছে জার্মানির ক্যামেরা নির্মাতা লেইকার ক্যামেরা প্রযুক্তি।

দামের দিক থেকে অন্যান্য ব্র্যান্ডের প্রিমিয়াম স্মার্টফোনগুলোর চেয়ে কিছুটা কম হওয়ায় স্মার্টফোন ক্রেতাদের কাছে সম্ভাব্য বিকল্প হয়ে উঠছে হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ফোনগুলো। অ্যাপলের আইফোন ছাড়াও অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করছে বিশ্বের তৃতীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে সম্প্রতি বাংলাদেশের বাজারে স্মার্টফোন পি১০ ও পি১০ প্লাস উন্মোচন করেছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। স্যামসাং, এলজি, সনিসহ অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে চ্যালেঞ্জ জানাতে এতে বিশেষ কয়েকটি ফিচার যুক্ত করেছে হুয়াওয়ে।

কয়েক দিন ব্যবহার করে পি১০-এর ফিচার পর্যালোচনা করা হলো:
গত বছর ফ্ল্যাগশিপ ডিভাইস পি৯ ও পি৯ প্লাসের সফলতার ধারাবাহিকতায় পি১০ মডেলটিতে ব্যবহার করা হয়েছে জার্মানির লেইকার ডুয়াল লেন্সযুক্ত ক্যামেরা। এ ছাড়া প্যানটন কালার ইনস্টিটিউটের সঙ্গে অংশীদারত্বে চটকদার রঙের মিশ্রণে, বিশেষ করে হাইপার ডায়মন্ড-কাট পদ্ধতিতে তৈরি করা হয়েছে পি১০। ফোনটিকে মূলত পেশাদার ফটোগ্রাফির বিশেষ যন্ত্র হিসেবে উল্লেখ করেছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।

ফোনটিতে পেশাদার মানের পোর্ট্রেট ফিচার ও অভিনব লেইকা লেন্সের সেলফি ক্যামেরা ফোনটির গুরুত্ব বাড়িয়েছে। হাইব্রিড জুমের মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট বিষয়বস্তুর ছবিতে ফোকাস করার সুবিধা আছে এতে। এমবেডেড আইএসপির মাধ্যমে ফেসিয়াল ফিচার ও ডেপথ-ইন-ফিল্ডের রিয়াল টাইম ভিউ অভিজ্ঞতা পাওয়া যায়। স্টুডিও মানের পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে এতে বিভিন্ন ক্যামেরা মোড আছে। পি১০-এর ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা সেন্সর গুরুত্বপূর্ণ ফিচার। এতে কম আলোতে ছবি তোলা সহজ।

হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকন কিরিন ৯৬০ চিপসেট, ২ দশমিক ৪ গিগাহার্টজ কোর্টেক্স এ৭৩ ও ১ দশমিক ৮ গিগাহার্টজ প্রসেসর। ৪ জিবি র‍্যামের এ ফোনে ৬৪ জিবি অভ্যন্তরীণ মেমোরি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে ফোনটিতে। এতে আছে ফোরজি প্রযুক্তির ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।

অন্যান্য স্মার্টফোনের মতো পি১০ স্মার্টফোন ধাতব কাঠামোতে তৈরি। এটিকে পাতলা স্মার্টফোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পি৯ স্মার্টফোনটির সঙ্গে আদতে কোনো পার্থক্য না থাকলেও নকশার দিক থেকে কোনাগুলোতে পরিবর্তন নিয়ে এসেছে হুয়াওয়ে। ফোনটির ডান দিকে একটি ভলিউম বাটনের সঙ্গে একটি পাওয়ার সুইচ আছে। ডুয়াল সিম ও মাইক্রোএসডি স্লট রয়েছে বাঁ দিকে।

১০৮০ পিক্সেলের ডিসপ্লে ছাড়াও এতে একটি মাত্র স্পিকার ও ভিডিও কলিংয়ের জন্য সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফোনটি ৬ দশমিক ৯৮ মিলিমিটার পুরু। ফোনটির মাপ ১৪৫ দশমিক ৩ মিমি বাই ৬৯ দশমিক ৩ মিমি বা ৬ দশমিক ৯৭ মিমি। এর ওজন ১৪৫ গ্রাম। এদিক থেকে হিসাব করলে এটি এস৮, এলজি জি৬ ও সনি এক্সপেরিয়া এক্সজেডের চেয়ে হালকা-পাতলা।

হুয়াওয়ের পি১০-এর ডিসপ্লে কম শক্তিতে চলে বলে ব্যাটারি দীর্ঘ সময় চলে। ৫ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লেযুক্ত পি১০-এ ফুল এইচডি রেজল্যুশনের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ননরিমুভেবল লিথিয়াম পলিমার ৩ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা আছে ফোনটিতে। এর চার্জিংয়ে ব্যবহৃত হয়েছে হুয়াওয়ের সুপার চার্জ প্রযুক্তি। হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সোনালি, কালো ও নীল রঙে আগামী ২ মে থেকে দেশের বাজারে পাওয়া যাবে হুয়াওয়ে পি১০। হ্যান্ডসেট, হেডফোন, চার্জার ও ডেটা কেব্‌লসহ নতুন এ হ্যান্ডসেটের দাম ৫৬ হাজার ৯০০ টাকা।

অসুবিধা: সামনের ক্যামেরা সেলফি ক্যামেরায় ফ্ল্যাশ নেই। এখনকার যুগের বেজেলহীন স্মার্টফোনের চাহিদা থাকলেও হুয়াওয়ে সে পথে হাঁটেনি। স্যামসাং যেমন তাদের প্রিমিয়াম গ্যালাক্সি এস৮ ফোনে কার্ভড বা বাঁকানো এজ ব্যবহার করেছে হুয়াওয়ের পি১০-এর ক্ষেত্রে তা নেই। এমনকি পুরোপুরি বেজেলহীন নকশাও নেই এতে। এর ব্যাটারি খোলা যায় না।

এক নজরে পি১০-এর উল্লেখযোগ্য ফিচার
থ্রিডি ফেসিয়াল ডিকেটশন বা ১৯২টি পয়েন্টে মুখ শনাক্তকরণ প্রযুক্তি। এতে নিখুঁত সেলফি তোলা যায়।
লেইকা ডুয়াল ক্যামেরা ২.০, এফ/ ১.৮ অ্যাপারচার
হাইসিলিকন কিরিন ৯৬০ চিপসেট
২.৪ গিগাহার্জ কোর্টেক্স এ৭৩ ও ১.৮ গিগাহার্জ প্রসেসর
৪ জিবি র‍্যাম
৬৪ জিবি ইন্টারনাল মেমোরি
দাম: ৫৬ হাজার ৯০০ টাকা।



from ICT Shongbad http://ift.tt/2pfU5L8

ফেসবুক-গুগলের সঙ্গে এত বড় জালিয়াতি!

ই-মেইল প্রতারণার মাধ্যমে গুগল-ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জালিয়াতি বা প্রতারণা, তথ্য চুরি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে লিথুনিয়ার এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাইওয়ানের একটি ইলেকট্রনিক যন্ত্র (কম্পিউটার) নির্মাতা প্রতিষ্ঠানের ছদ্মবেশে দুটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে বোকা বানানোর ঘটনা ঘটেছে।

ফরচুন সাময়িকীর এক অনুসন্ধানী প্রতিবেদনে স্ক্যামের বা জালিয়াতির শিকার হওয়া ওই প্রযুক্তি প্রতিষ্ঠান দুটির নাম উঠে এসেছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে গুগল ও ফেসবুক। গুগল ও ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়েছে, তাদের কর্মীরা এই ফিশিং স্ক্যামের শিকার হয়েছেন।

ইন্টারনেটে ফিশিং বলতে ছদ্মবেশে প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে তথ্য-অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টিকে বোঝানো হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম ইভালদাস রিমাসাসকাস (৪৮)। তাঁর বিরুদ্ধে ভুয়া ই-মেইল ঠিকানা, ইনভয়েস ও ভুয়া চুক্তিপত্র তৈরির অভিযোগ করা হয়েছে। গুগল ও ফেসবুক কর্তৃপক্ষকে বোকা বানিয়ে নকল ডকুমেন্ট তৈরি করে অর্থ পরিশোধের জন্য অনুরোধ করেন। কম্পিউটার সরবরাহের জন্য ওই অর্থ লাটভিয়া, সাইপ্রাস, হংকং, স্লোভেনিয়া, হাঙ্গেরি ও লিথুনিয়ার বিভিন্ন ব্যাংকে জমা হয়।

গুগল ও ফেসবুকের উভয় মুখপাত্র বলেছেন, ভুয়া বা জালিয়াতির বিষয়টি ধরতে পারার পর অর্থ উদ্ধারের চেষ্টা চালান তাঁরা। ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, বেহাত হওয়া ওই অর্থের অধিকাংশ উদ্ধার করা গেছে। তবে ঠিক কী পরিমাণ অর্থ বেহাত হয়েছে, সে তথ্য জানায়নি ফেসবুক ও গুগল।

ইভালদাস রিমাসাসকাস (৪৮) তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তদন্ত বিষয়েও প্রশ্ন তুলেছেন রিমাসাসকাস ও তাঁর আইনজীবী। রিমাসাসকাস বর্তমানে লিথুনিয়ায় পুলিশ হেফাজতে আছেন। তাঁকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে প্রতিবার ওয়্যার জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের জন্য ২০ বছর করে জেল ও তথ্য চুরির জন্য কমপক্ষে দুই বছরের সাজা হতে পারে।

ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইল স্ক্যামের শিকার হওয়ার ঘটনাটি এটা প্রমাণ করে, গুগল-ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানও এ ধরনের জালিয়াতির শিকার হতে পারে। তবে ২০১৩ সালের দিকের এ ঘটনা এত দিন চেপে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।



from ICT Shongbad http://ift.tt/2qidSIn

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ফাইনালে লড়ছে ৫০ দল

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথনের বাংলাদেশ পর্বে লড়ছে ৫০টি দল। শনিবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এ টানা ৩৬ ঘণ্টার হ্যাকাথন শুরু হয়েছে। চলবে রোববার পর্যন্ত।

গতবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

এবারের আয়োজনের অংশ হিসেবে শতাধিক ইউনিভার্সিটিতে ক্যাম্পেইনের মাধ্যমে ডেটা বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৫০টি দল বাছাই করা হয়েছে যারা ফাইনালে অংশ নিয়েছে। দুই দিনের এই হ্যাকাথনে নির্বাচিত দলগুলো নাসার ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এবারের প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও ক্লাউড ক্যাম্প বাংলাদেশ।

এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে প্রিজম ইআরপি। অ্যাকাডেমিক পার্টনার হিসেবে আছে ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ। প্রতিযোগিতা এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।



from ICT Shongbad http://ift.tt/2prHe6Y

নগ্ন ছবি তুললে জানবে অভিভাবক

ইন্টারনেট আর প্রযুক্তি পণ্য এখন আর বিনোদনেই সীমাবদ্ধ নেই, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তবে এর মন্দের দিকও রয়েছে। সবচেয়ে বেশি উদ্বিগ্ন হতে হয় অভিভাবকদের। কারণ তার সন্তান এসব ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ক্ষতির দিকে যাচ্ছে কিনা সেটিও দেখার বিষয়।

বিজ্ঞানীরাও থেকে নেই। প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে সন্তানদের সরিয়ে রাখতে নানা অভিভাবকদের জন্য নানা প্রযুক্তি আবিস্কার করছেন বিজ্ঞানীরা। তারই ধারাবাহিকতায় সন্তান নগ্ন ছবি তুলছে কিনা এবং ডিভাইসে এ ধরণের ছবি সংরক্ষণ করছে কিনা তা জানান সুযোগ করে দিয়েছেন তারা। সম্প্রতি এই অ্যাপ তৈরি করা হয়েছে।

‘গ্যালারি গার্ডিয়ান’ নামের এই অ্যাপটি তৈরি করেছেন ড্যানিয়েল স্কোরঙ্কি। তিনি জানান, যখন সন্তান কোনো নগ্ন ছবি তুলবে, কিংবা অন্যের কাছ থেকে পেয়ে সেটি ডিভাইসে সংরক্ষণ করবে বা সংরক্ষণ হবে, এ দরণের ছবি বিভিন্ন মাধ্যমে শেয়ার করবে কিংবা স্ক্রিণশট নেবে তখন অ্যাপটি অভিভাবকদের মোবাইলে নোটিফিকেশন পাঠানে।

তবে এক্ষেত্রে অ্যাপটি ঐ ছবি সংরক্ষণ করবে না কিংবা অভিভাবককে দেখাবে না। এমনকি সন্তানও বিষয়টি টের পাবে না। নগ্ন ছবিটি সন্তানের ডিভাইসের মেমরির কোন লোকেশনে সেটি অবশ্য জানিয়ে দেবে। এই সেবা পেতে সন্তান এবং অভিভাবক উভয়েরই ডিভাইসে অ্যাপটি ইনস্টল থাকতে হবে।

ঠিক কবে নাগাদ অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করা হবে সেটি অবশ্য জানায়নি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ওয়াইপো টেকনোলজি।



from ICT Shongbad http://ift.tt/2pfKc04

উন্নত ক্যারিয়ার গড়তে ডিজিটাল...


উন্নত ক্যারিয়ার গড়তে ডিজিটাল মার্কেটিং শিখুন বর্তমানে দেশে কিংবা বিদেশে, ক্ষুদ্র কিংবা বৃহৎ বিশ্বের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই ডিজটাল মার্কেটিং এর উপর অনেকটা নির্ভরশীল। আর এই নির্ভরশীলতা দিন দিনে শুধু বেড়েই চলছে। কি পরিমানে বাড়ছে তা সাধারন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী খুব সহজেই উপলব্ধি করতে পারে। ডিজিটাল মার্কেটিং সময় এবং খরচ দুইই সাশ্রয় করে অপরদিকে সহজলভ্য, নির্দিস্ট ফিল্ডের ক্রেতা সহজেই খুঁজে বের করা সম্ভব আর এজন্যই এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ট্রেডিসনাল মার্কেটিং এর একটি ধরন হচ্ছে – পোস্টার বা লিফলেট বিতরণ, যা করতে একটি মিনিমাম খরচ ধরা যাক ২৫,০০০ টাকা যার মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার মানুষের কাছে বার্তা পৌঁছান সম্ভব। কিন্তু সমপরিমাণ অর্থ ব্যয় করে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ১০ লক্ষের বেশি মানুষের কাছে বার্তা পৌঁছআন সম্ভব। কোর্সটিতে যে সকল বিষয় থাকছেঃ • ডিজিটাল মার্কেটিং কি এবং কেন? • ডিজিটাল মার্কেটিং বিভাগ সমূহ? • প্রিমিয়াম ফেসবুক এডস ম্যানেজমেন্ট • ফেসবুক বুকমার্কিং এন্ড মার্কেটিং • WEB 2.0 এর মাধ্যমে সাইট ডিজাইন করা • এসইও ফ্রেন্ডলি কনটেন্ট রাইটিং রুলস • YouTube এন্ড ভিডিও মার্কেটিং • ফটো এডিটিং এন্ড ব্যানার ডিজাইন • সোশ্যাল মেডিয়া মার্কেটিং • ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং • লিংক বিল্ডিং, প্রেস রিলিজ ইত্যাদি • গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার • ই-মেইল টেমপপ্লেট ডিজাইন • অটোম্যাটিক সোশ্যাল বুমার্কিং • সিম্পল ভিডিও এডিটিং অন্যান্য অনলাইন মার্কেটিং কোর্স সম্পর্কিত আরও কিছু তথ্যঃ ডিজিটাল মার্কেটিং সপর্কে আগ্রহী সকলের জন্য থাকছে একদিনের ফ্রি কর্মশালার ব্যবস্থা, ফ্রি কর্মশালাটিতে পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরিপুর্ন ধারনা, আপনিও আমন্ত্রিত। • মোট ক্লাসের সংখ্যাঃ ১৬ টি • মোট সময়ঃ ১ মাস (১০ দিন) • অরিয়েন্টেসন ক্লাসঃ শুক্রুবার ৪টা ৩০ মিনিট • কোর্স ফিঃ ৫,০০০ টাকা • রেজিস্ট্রেসন ফিঃ ১,০০০ টাকা ফ্রি ক্লাসের পর স্পট অ্যাডমিসন এর ক্ষেত্রে থাকছে ৫০% মূল্য ছাড়! মাত্র ২,৫০০ টাকায় আপনিও হয়ে উঠতে পারেন একজন ডিজিটাল মার্কেটার কিংবা একজন সফল উদ্যোক্তা। | অফিসঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস, কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা | ফোনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬ ।


বর্তমানে দেশে কিংবা বিদেশে, ক্ষুদ্র কিংবা বৃহৎ বিশ্বের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই ডিজটাল মার্কেটিং এর উপর অনেকটা নির্ভরশীল। আর এই নির্ভরশীলতা দিন দিন শুধু বেড়েই চলছে। কি পরিমানে বাড়ছে তা সাধারন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী খুব সহজেই উপলব্ধি করতে পারে। ডিজিটাল মার্কেটিং সময় এবং খরচ দুইই সাশ্রয় করে…

(RSS generated with FetchRss) BLACK iz It Institute on Facebook http://ift.tt/2qhZXCc

ডিজিটাল মার্কেটিং সম্পর্কে...


ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগ্রহী? চলে আসুন আমাদের ফ্রি কর্মশালায়, ফ্রি কর্মশালায় অংশগ্রহন করে মূল কোর্সে ভর্তির সিদ্ধান্ত নিতে পারেন, স্পট অ্যাডমিসন এর ক্ষেত্রে ৫০% স্কলার্শিপ সুবিধাতো থাকছেই। *ফ্রি ক্লাসে অংশগ্রহন করতে লিংকে - goo.gl/A7FpKZ ক্লিক করে ফর্ম সাবমিট করুন!



(RSS generated with FetchRss) BLACK iz It Institute on Facebook http://ift.tt/2qhYw6I

জীবনকে আরেক ধাপ এগিয়ে নিতে...


জীবনকে আরেক ধাপ এগিয়ে নিতে শিখুন ডিজিটাল মার্কেটিং! ডিজিটাল মার্কেটিং সপর্কে আগ্রহী সকলের জন্য থাকছে একদিনের ফ্রি কর্মশালার ব্যবস্থা, ফ্রি কর্মশালাটিতে পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সম্পুর্ন ধারনা। • মোট ক্লাসের সংখ্যাঃ ১৬ টি • মোট সময়ঃ ১ মাস (১০ দিন) • কোর্স ফিঃ ৫,০০০ টাকা • রেজিস্ট্রেসন ফিঃ ১,০০০ টাকা ফ্রি ক্লাসের পর স্পট অ্যাডমিসন এর ক্ষেত্রে থাকছে ৫০% মূল্য ছাড়! মাত্র ২,৫০০ টাকায় আপনিও হয়ে উঠতে পারেন একজন ডিজিটাল মার্কেটার । | অফিসঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস, কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা | ফোনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬

(RSS generated with FetchRss) BLACK iz It Institute on Facebook http://ift.tt/2qi118Y

জীবনকে আরেক ধাপ এগিয়ে নিতে...


জীবনকে আরেক ধাপ এগিয়ে নিতে শিখুন ডিজিটাল মার্কেটিং! ডিজিটাল মার্কেটিং সপর্কে আগ্রহী সকলের জন্য থাকছে একদিনের ফ্রি কর্মশালার ব্যবস্থা, ফ্রি কর্মশালাটিতে পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সম্পুর্ন ধারনা। • মোট ক্লাসের সংখ্যাঃ ১৬ টি • মোট সময়ঃ ১ মাস (১০ দিন) • অরিয়েন্টেসন ক্লাসঃ শুক্রুবার ৪টা ৩০ মিনিট • কোর্স ফিঃ ৫,০০০ টাকা • রেজিস্ট্রেসন ফিঃ ১,০০০ টাকা ফ্রি ক্লাসের পর স্পট অ্যাডমিসন এর ক্ষেত্রে থাকছে ৫০% মূল্য ছাড়! মাত্র ২,৫০০ টাকায় আপনিও হয়ে উঠতে পারেন একজন ডিজিটাল মার্কেটার । | অফিসঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস, কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা | ফোনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬

(RSS generated with FetchRss) BLACK iz It Institute on Facebook http://ift.tt/2oIweVW

BLACK iz It Institute's cover photo






(RSS generated with FetchRss) BLACK iz It Institute on Facebook http://ift.tt/2qi6nBb

Friday, April 28, 2017

ডেলের নতুন ল্যাপটপ বাজারে

বাজারে এসেছে ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন সিরিজের ১১-৩১৬২ মডেলের নতুন ল্যাপটপ। ল্যাপটপটিতে রয়েছে ইনটেল সেলেরন এন ৩০৬০ মডেলের প্রসেসর, ২ জিবি র‍্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ।

১১ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটিতে ব্লুটুথ, এইচডি গ্রাফিকস কার্ড, ব্লুটুথ, ওয়াই-ফাইয়ের মতো ফিচার রয়েছে। বাংলাদেশের বাজারে এ মডেলের ল্যাপটপ বিক্রি করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. । ল্যাপটপের দাম ২২ হাজার ৫০০ টাকা। ল্যাপটপটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।



from ICT Shongbad http://ift.tt/2oDL5kf

সেলফি ক্যামেরায় ফ্যাশন পরামর্শ

কণ্ঠ নিয়ন্ত্রিত নতুন ইকো লুক সেলফি ক্যামেরা প্রকাশ করেছে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। নতুন এই সেলফি ক্যামেরা সত্যিকার অর্থেই ডিজিটাল সহকারী হিসেবেই কাজ করবে। এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী অ্যালেক্সা ব্যবহারকারীকে ফ্যাশন নিয়ে টিপস দিতে পারবে এবং কী পরা উচিত আর কী পরা উচিত না, সে বিষয়েও ধারণা দেবে। আমাজনের ক্যামেরাটি বর্তমানে আগাম ফরমাশের মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রেই পাওয়া যাচ্ছে। দাম ধরা হয়েছে ২০০ ডলার।

ক্যামেরাটিতে চারটি এলইডি, একটি ডেপথ-সেন্সিং সিস্টেম এবং আমাজন এর অন্যান্য অ্যালেক্সাচালিত যন্ত্র ইকো এবং ইকো ডটের মতো কণ্ঠ-নির্দেশ গ্রহণের জন্য মাইক্রোফোন। ক্যামেরাতে তোলা ছবিতে সামনে থাকা ব্যবহারকারী বাদে অন্যান্য অংশ ঘোলা দেখাবে। এতে ছবিতে ব্যবহারকারী। এই ক্যামেরায় ভিডিও ধারণ করাও যায়।

কিন্তু ইকো লুক ক্যামেরা একটি ইকো ডট ক্যামেরার চেয়েও বেশি কিছু। আমাজনের ইকো লুক ক্যামেরাতে প্রতিষ্ঠানটির মেশিন লার্নিং প্রযুক্তিতে ব্যবহারকারীর পরিধেয় পোশাকের বিভিন্ন আঙ্গিকে ছবি ধারণ করে তুলনা করতে পারবে, যা সেরা পোশাকটি বাছাই করতে সাহায্য করে।

আমাজন আশা করছে, যত বেশি লোক এটি ব্যবহার করবে, ইকো লুকের ফ্যাশন পরামর্শ সেবাটা দিন দিন তত বেশি উন্নত হবে।



from ICT Shongbad http://ift.tt/2paE4pT

তথ্যপ্রযুক্তি খাতে নারীর সংখ্যা ১০ শতাংশের কম

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীদের অংশগ্রহণ ১০ শতাংশের বেশি নয়। তথ্যপ্রযুক্তিভিত্তিক দেশীয় প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের এক গবেষণা জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত ‘গার্লস ইন আইসিটি ডে’র সমাপনী আয়োজনে এ তথ্য তুলে ধরা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অক্সফাম, সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক, আমরা টেকনোলজিস ও প্রেনিউর ল্যাবের উদ্যোগে দেশে এই দিবস উদ্‌যাপিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, কম্পিউটার প্রকৌশল বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েরা যে অনুপাতে পড়াশোনা করছেন, সে তুলনায় প্রায়োগিক কর্মক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ কম। তথ্যপ্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ আরও বাড়াতে ভবিষ্যতে বেসিসের প্রশিক্ষণ কর্মসূচিগুলোতে বিনা প্রতিযোগিতায় নারী আবেদনকারীদের অন্তর্ভুক্ত করা হবে।

গবেষণা প্রতিবেদনটিতেআরও বলা হয়, সরকারের আইসিটি বিভাগ, বেসিস ও অন্যান্য অংশীদারদের যৌথ প্রচেষ্টায় কয়েক বছরে দেশের তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। এ ছাড়া দেশের তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণের যে হার তা সন্তোষজনক নয় বলে মত প্রকাশ করেন এই অনুষ্ঠানের আলোচকেরা। এতে প্রযুক্তির মাধ্যমে জীবন বদলে যাওয়ার গল্প শোনান মোরশেদা নামের গাইবান্ধার এক নারী উদ্যোক্তা।

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের পরিচালক মার্ক পিয়ার্স বলেন, আন্তর্জাতিক এই দিবস লিঙ্গবৈষম্য দূর করার পাশাপাশি নারীদের প্রযুক্তিভিত্তিক কাজে উৎসাহিত করবে, যা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে। বিষয়ভিত্তিক অধিবেশনে বক্তৃতা করেন আমরা টেকনোলজিসের প্রধান পরিচালন কর্মকর্তা শরিফুল আলম, প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নিজামী ও ব্র্যাকের আইসিটি বিভাগের পরিচালক কে এম মোরশেদ।



from ICT Shongbad http://ift.tt/2qdE2fl

পেনড্রাইভ ফরম্যাট না হলে

কম্পিউটারের অনেক কাজেই পেনড্রাইভের ব্যবহার বেশ জনপ্রিয়। ভাইরাসে সংক্রমিত হলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাটও করা যায় না। এমন হলে সেটি ভিন্ন উপায়ে ফরম্যাট করে নেওয়া সম্ভব।

এ জন্য যা করতে হবে
প্রথমে পেনড্রাইভ কম্পিউটারে যুক্ত করে সেটির ড্রাইভে মাউসের ডান বোতামে ক্লিক করে Format-এ ক্লিক করে ফরম্যাট করার চেষ্টা করে দেখুন সেটি ফরম্যাট হয় কি না। না হলে Win key + R একসঙ্গে চেপে রান প্রোগ্রাম চালু করুন। এখানে cmd লিখে এন্টার বোতাম চাপতে হবে। কমান্ড প্রম্পট চালু হলে এখানে format লিখে একটা স্পেস দিয়ে F: লিখে এন্টার চাপুন। এখানে F: হবে কম্পিউটারে পাওয়া আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার। প্রথমবার এন্টার চেপে পরে আরেকবার এন্টার চাপতে হবে।

এভাবে পেনড্রাইভ ফরম্যাট করতে সময় বেশি লাগবে কিন্তু সত্যিকারের কাজটি হবে। যদি ওপরের নিয়মে সন্তুষ্ট হতে না পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে আনলকার সফটওয়্যারটি ব্যবহার করা। https://goo.gl/G0h8zK ঠিকানার ওয়েবসাইট থেকে ৩৯৪ কিলোবাইটের সফটওয়্যারটি নামিয়ে ইনস্টল করে নিন। এবার পেনড্রাইভের ড্রাইভ লেটারে মাউসের ডান বোতাম চেপে Unlocker-এ ক্লিক করে পরের বার্তায় Yes চাপুন।

আনলকের জন্য উইন্ডো চালু হবে এবং বলবে No action থেকে Delete বেছে নিয়ে ওকে বা আনলক বোতাম চাপুন। পেনড্রাইভ কোনো কারণে লক হয়ে গেলে এটি করার প্রয়োজন হবে। যদি লক না থাকে তাহলে একটি বার্তার মাধ্যমে তা জানিয়ে দেবে। আনলক খুলে নিয়ে পরের বার আবার চেষ্টা করলে পেনড্রাইভ ফরম্যাট করা যাবে।



from ICT Shongbad http://ift.tt/2paE5tN

গ্রামীণফোনকে ‘৩ কোটি ব্লক সিম’ বিক্রির অনুমতি

বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ব্লক, নিবন্ধনবিহীন এবং বাতিল সিম পুনরায় বিক্রির অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে গ্রামীণফোন নতুন করে যে নম্বর সিরিজ বরাদ্দ চেয়েছিল সেটা দিতে সম্মত হয়নি কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পেটার ফারবার্গ গত ২৩ এপ্রিল বিটিআরসির চেয়রাম্যান বরাবর সিম বিক্রির ইস্যু নিয়ে চিঠি দিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন, বর্তমান সিরিজের নম্বর প্ল্যানে আমরা সিম বিক্রি অব্যাহত রাখতে পারব না। আগামী ১১ মে ২০১৭-এর মধ্যে আমাদের সব সিম বিক্রি শেষ হয়ে যাবে। এ জন্য নতুন নম্বর সিরিজের অনুমতি প্রয়োজন।

গ্রামীণফোন এর আগে ২০১৫ সালের জানুয়ারি মাসে এ বিষয়ে চিঠি দিয়েছিল। সমস্যার বিষয়টি বিবেচনা করে সংস্থাটি গত বছর ২১ আগস্ট শর্তসাপেক্ষে গ্রামীণফোনের নামে ‘০১৩’ নামের নতুন একটি নম্বর সিরিজ বরাদ্দ দিয়েছিল। তবে পুনরায় কমিশন আলোচনা করে নিরীক্ষা কার্যক্রমসহ আরও কয়েকটি পুরানো সমস্যার সমাধান করতে অপারেটরটিকে এই সিরিজ দেওয়ার বিষয়টি স্থগিত রাখা হয়।

সূত্র জানিয়েছে, কমিশন অনেকটা তড়িঘড়ি করেই গ্রামীণফোনকে নতুন আরেকটি নম্বর সিরিজ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এরই মধ্যে সরকারের টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা এত সহজে ও নিঃখরচায় অপারেটরটিকে আরেকটি নম্বর সিরিজ দেওয়ার বিষয়ে অনানুষ্ঠানিকভাবে বিরোধিতা করেন। কর্মকর্তাদের মতে, ১৯৯৭ সালে যখন তিনটি অপারেটরকে নামমাত্র মূল্যে স্পেকট্রাম ও লাইসেন্স দেওয়া হয়, তখন সেটা ছিল সময়ের বাস্তবতা। পরে এর সুফল দেশ ও অপারেটরগুলোও পেয়েছে।

এরপর অপারেটরগুলো সেবার বিপরীতে অনেক মুনাফা করছে এবং সরকারও এ খাত থেকে আয় করতে চাইছে। বিটিআরসির কর্মকর্তারা বলেন, নতুন নম্বর সিরিজ দেশের সম্পদ। এটি কোনো অবস্থাতেই বিনাখরচায় দেওয়া যায় না। তবে সাময়িক সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত গ্রামীণফোনের ব্লক, নিবন্ধনবিহীন এবং বাতিল সিম পুনরায় বিক্রির অনুমতি দিয়েছে বিটিআরসি। বর্তমানে গ্রামীণফোনের মোট সক্রিয় গ্রাহক রয়েছে ৫ কোটি ৯৯ লাখ।

এ ব্যাপারে বিটিআরসির চেয়ারাম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, আগামী ১১ মে থেকে গ্রামীণফোন নতুন সিম বিক্রি করতে সমস্যায় পড়বে বলে যে চিঠি দেওয়া হয়েছে সেটা সত্য নয়। কারণ এখনও তাদের কাছে লাখ লাখ সিম খালি রয়েছে। তবে এখন থেকে তাদের ব্লক সিমগুলোও বিক্রি করতে পারবে।

তিনি জানান, ভিওআইপির দায়ে অভিযুক্ত সিমের বিপরীতে গত জানুয়ারি মাসে ৭ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ১৯ টাকা জরিমানা বাবদ বিটিআরসির কাছে জমা দেওয়া সাপেক্ষে তাদের এসব সিম পুনরায় বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে গ্রামীণফোনের বর্তমান ব্যবহারকারীরা এখন প্রচণ্ড কলড্রপের সমস্যায় রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।



from ICT Shongbad http://ift.tt/2oDtp8w

অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সুবিধা দিতে পরিসর কমাচ্ছে ড্রয়েডকন

বাংলাদেশে অ্যান্ড্রয়েডপ্রেমীদের নিয়ে প্রথমবারের আয়োজিত হতে যাচ্ছে ‘ড্রয়েডকন ঢাকা ২০১৭’। আগামী ৫ ও ৬ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড সম্মেলন। তবে পুর্ব পরিকল্পনা থেকে আয়োজন কিছুটা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ড্রয়েডকন আয়োজনকারী প্রতিষ্ঠান  ডস আইসিটি সল্যুশনস লিমিটেড।

আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ড্রয়েডকনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এসএম মহি উস সুন্নাত প্রিয়.কমকে আয়োজনের পরিসর কমিয়ে আনার ব্যপারে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ড্রয়েডকন ঢাকায় ইতিপূর্বে আমরা একসঙ্গে তিনটি সেশন পরিচালনার পরিকল্পনা করেছিলাম, যেখানে অংশগ্রহণকারীরা বক্তাদের বক্তব্যের কমপক্ষে দুই-তৃতীয়াংশ বিষয়বস্তু থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা ছিল। তাই অংশগ্রহণকারীদের কাছে সকল বক্তাদের বক্তব্য পৌঁছে দিতে নতুন কৌশল অবলম্বন করা হয়েছে। বর্তমানে ৫০০ জন অংশগ্রহণকারীর পরিবর্তে ২৫০ জন অংশগ্রহণকারী থাকবেন এবং অন্যান্যদের মধ্যে ৫০ জন স্বেচ্ছাসেবক, বক্তা, সংগঠক এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানস্থলের কক্ষগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিয়ে আনার কারণ হিসেবে তিনি বলেন, দুর্ভাগ্যবশত, আমাদের শ্রেণীকক্ষের আসন সংখ্যা সীমিত। শুধু তাই নয়, মানসিক অবসাদ দূর করতে পর্যাপ্ত বিরতির সময় বরাদ্দ করা হয়েছে এবং সেশন গুলো যেন অংশগ্রহণকারীদের জন্য ফলপ্রসু ও উপভোগ্য হয় সে কথা মাথায় রেখেই সেশন সংখ্যা কমিয়ে ১৮ তে আনা হয়েছে। যেগুলোর মাধ্যমে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের সকল শাখা-প্রশাখা সম্পর্কে আলোচনা করা হবে।

এই সম্মেলনের জন্য তিন ধরনের টিকেটের মূল্য নির্ধারণ করেছেন। সেগুলো হলো শিক্ষার্থী, সাধারণ, এবং ভিআইপি। টিকেট কিনতে হলে যেতে হবে এই ঠিকানায়। আরও বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন নির্দিষ্ট ওয়েবসাইটে।

দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথম দিনে আটজন বক্তা এবং দ্বিতীয় দিনে ১০ জন বক্তা বক্তব্য দিবেন। ড্রয়েডকনে বক্তা হিসেবে অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ এবং বিভিন্ন পেশাদারী প্রযুক্তিবিদ্গন আমন্ত্রিত হয়েছেন। এই সম্মেলনটিকে তারা তাদের মুল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে মুখরিত রাখবেন। যার দ্বারা উপস্থিত সকলে অ্যান্ড্রয়েডের অনেক অজানা তথ্য জেনে নিতে পারবেন। স্পিকারদের সম্পর্কে জানতে ক্লিক করতে পারুন এই লিংকে

প্রসঙ্গত, ড্রয়েডকন সম্মেলনটির পথ চলা শুরু হয় জার্মানিতে ২০০৯ সালে একটি অ্যান্ড্রয়েডপ্রেমী আন্তর্জাতিক দলের হাত ধরে। এরপর থেকে ৫৫টি বৃহৎ আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড সম্মেলন অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ইতালি, দুবাই, স্পেনসহ ২৪টি দেশের ২৬টি বড় বড় শহরগুলোতে। এই সম্মেলনে আমন্ত্রিত হয়ে থাকে বিশ্বের বিভিন্ন টেক-দানব এবং বিশ্বের অ্যান্ড্রয়েড প্রেমীরা। বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকমণ্ডলী এবং বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা থাকবেন বলে জানা গেছে।



from ICT Shongbad http://ift.tt/2pombCb

প্লাস্টিক ব্যাগে কৃত্রিম গর্ভ

যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী কৃত্রিম গর্ভ তৈরিতে সফল হওয়ার দাবি করেছেন। তাদের দাবি, অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুকে বাঁচিয়ে রাখতে ভবিষ্যতে এই কৃত্রিম গর্ভ ব্যবহার করা সম্ভব হবে। এরই মধ্যে ভেড়ার ওপর পরীক্ষা চালিয়ে এই কৃত্রিম জরায়ু  যন্ত্রের সাফল্য পাওয়া গেছে। বিজ্ঞানীদের আশা, আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে এটি মানুষের জন্যও ব্যবহার করা যাবে।

এই কৃত্রিম গর্ভাধার একটি স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ দিয়ে তৈরি। যার ভেতরে কৃত্রিম অ্যামোনিয়োটিক ফ্লুইড ব্যবহার করা হয়েছে। যাতে এর ভেতরের অবস্থা জরায়ুর পরিবেশের মতোই হয়। অর্থাৎ মায়ের গর্ভে যে পরিবেশে শিশু বেঁচে থাকে অনেকটা সেরকম। এই যন্ত্রের মাধ্যমে কৃত্রিম উপায়ে শিশুর ফুসফুস ও অঙ্গ-প্রতঙ্গ বেড়ে ওঠে।

বর্তমানে যেসব অপরিণত শিশু ২৩ সপ্তাহের মধ্যে জন্মলাভ করে তাদের ইনকিউবেটরে রাখা হয়। প্রয়োজনে এসব শিশুদের শ্বাস প্রশ্বাসের জন্য ভেন্টিলাইজেশন দেওয়া হয়। কিন্তু এরফলে শিশুদের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিপ্রস্ত হয়।

গবেষকেরা জানিয়েছেন, অপরিণত শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সে জন্যেই তারা এমন গবেষণা চালিয়েছেন। গবেষকদলের প্রধান সিএইচওপি (Center for Fetal Research in the Center for Fetal Diagnosis and Treatment at Children’s Hospital of Philadelphia) এর সার্জন অ্যালান ফ্লেইক জানিয়েছেন, ভেড়া আর মানুষের গর্ভাবস্থা এবং সময় প্রায় কাছাকাছি। সেজন্যেই প্রথমে ভেড়ার ওপর পরীক্ষাটি চালানো হয়।

তিনি বলেন, ‘২৩ থেকে ২৮ সপ্তাহের সময়ে শিশু জন্মের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হয়। যদি আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে তা হবে অকালে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।’

ন্যাচার কমিউনিকেশনস জার্নালেও এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, এখন পর্যন্ত বিজ্ঞানীরা ৬টি ভেড়া শাবকের উপর এই পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন। তাদের ধারণা, আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে মানুষের ওপরও এই গর্ভযন্ত্র ব্যবহার করা সম্ভব হবে।

প্রতিবেদনে বলা হয়, এই কৃত্রিম গর্ভ ব্যবহার করে ২৩ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই পরিণত করা সম্ভব হবে বলে বিজ্ঞানীরা আশা করছেন। এরফলে কৃত্রিম গর্ভে থাকা শিশুরা স্বাভাবিক নিয়মেই ২৮ সপ্তাহে চোখ মেলে তাকাবে এবং শ্বাস নিতে পারবে। ৪০ সপ্তাহ পর তাদের কৃত্রিম জরায়ু থেকে বের করে আনাও সম্ভব হবে।



from ICT Shongbad http://ift.tt/2paoxpO

বিশেষত, হাওরাঞ্চলের প্রধান...


বিশেষত, হাওরাঞ্চলের প্রধান ফসল বোরো ধান ও অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা http://ift.tt/2pBP9BP


বিশেষত, হাওরাঞ্চলের প্রধান ফসল বোরো ধান ও অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2qdFXDf

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে...


মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে প্রবেশের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে বাকি বিশ্বের সম্পর্ক অনেকভাবেই বদলে গেছে। তিনি বিশ্বকে বিভিন্ন জিনিস উপহার দিয়েছেন। http://ift.tt/2pkApnM


মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে প্রবেশের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে বাকি বিশ্বের সম্পর্ক অনেকভাবেই বদলে গেছে। তিনি বিশ্বকে বিভিন্ন জিনিস উপহার দিয়েছেন।

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2pocFPy

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের...


গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। http://ift.tt/2qhBPP2


গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2qdBn8k

এই প্রশ্নের উত্তর এতদিন না...


এই প্রশ্নের উত্তর এতদিন না মিললেও সম্প্রতি একদল বিজ্ঞানী উত্তর খুঁজে পাওয়ার দাবি করেছেন। বোসনিয়ায় অবস্থিত একটি পিরামিড পরীক্ষা করে তারা জানিয়েছেন, মহাকাশের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্দেশ্যেই মূলত পিরামিডগুলো কাজ করত। http://ift.tt/2pkWjqX


শুধু মিসর নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে পিরামিডের অবস্থান ঘিরে বিজ্ঞানীদের মনে রহস্যের শেষ নেই। কেন এবং কি কারণে প্রকাণ্ড এসব স্থাপনা হারানো সভ্যতাগুলো নির্মাণ করেছিল সে প্রশ্নের জবাব এখনও মেলেনি। এখনও গবেষকেরা মনে করেন মিসরে ফারাও রাজারা পিরামিড স্থাপন করেছিলেন তাদের শবাধার হিসেবে ব্যবহারের জন্য। তা...

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2po9bNd

অনৈতিক উদ্দেশ্যেই শিশু...


অনৈতিক উদ্দেশ্যেই শিশু সুমাইয়াকে (৪) অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহীম খাঁন। http://ift.tt/2pBV0GY


তিনি জানান, বৃষ্টি এর আগে বেশ কয়েকবার ভারতে যাওয়া-আসা করেছে। সেখানে পাচারচক্রের সঙ্গে তার পরিচয় হয়েছে।

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2oDkJyP

Thursday, April 27, 2017

মোবাইল ফোনের গতি কমে গেলে

অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের অ্যাপ্লিকেশন চালু হতে সময় নিচ্ছে? হয়তো গতি কমে গেছে আপনার প্রিয় স্মার্টফোনটির। নানা কারণেই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের গতি কমতে পারে। অ্যান্ড্রয়েড সফটওয়্যারচালিত মোবাইল ফোন ব্যবহারের কয়েক মাসের মধ্যেই গতি কিছুটা কমে যেতে দেখবেন। সাশ্রয়ী কিংবা মাঝারি দামের স্মার্টফোনের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। দরকারের সময় ফোন যদি ঠিকঠাকমতো কাজ না করে, অনেকেই বিরক্ত হন। নিয়মিত ব্যবহারে পারফরম্যান্স খারাপ হতে শুরু করার পাশাপাশি ফোনের গতি কমে যায়। গতি কমার কারণগুলোর মধ্যে থাকতে পারে:

১. ফোনে অনেক বেশি অ্যাপ ইনস্টল থাকা।
২. ফোনের র‍্যাম কম হওয়া।
৩. ফোনের ইন্টারনাল স্টোরেজ ভর্তি হয়ে যাওয়া।

ফোনের গতি কমে যাওয়ার সাধারণ এ সমস্যা খুব সহজেই নিজে নিজে দূর করতে পারবেন। এ ধরনের সমস্যা সমাধানের অনেক উপায় আছে। জেনে নিন সমস্যা সমাধানের কয়েকটি উপায়:

১. স্মার্টফোনে ইনস্টল থাকা অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন।
২. স্মার্টফোনের হোম স্ক্রিনটিতে অতিরিক্ত উইজেট থাকলে সরিয়ে ফেলুন।
৩. স্মার্টফোনের লাইভ ওয়ালপেপার সরিয়ে দিন। সেখানে সাধারণ ছবির কোনো ওয়ালপেপার যুক্ত করতে পারেন।
৫. হালনাগাদ অ্যান্ড্রয়েড ইনস্টল করে নিন।
৬. ফোনের ইন্টারনাল স্টোরেজ ভর্তি থাকলে কিছুটা খালি করুন। অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ফাইল মুছে ফেলুন।
৭. মাইক্রোএসডি কার্ড সমর্থন করলে আপনার ফাইল ফোনের স্টোরেজর পরিবর্তে মাইক্রোএসডি কার্ডে সংরক্ষণ করুন।
৮. অ্যাপের ডেটাগুলো Clear cached করুন। এ জন্য সেটিংস মেনুতে গিয়ে অ্যাপে ক্লিক করে সব অ্যাপসে Clear cached করুন এবং Settings > Storage এ গিয়ে Cached data ক্লিয়ার করুন।
৯. যেসব অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটা চালায়, তা নিষ্ক্রিয় করুন বা সীমিত করে দিন।
১০. প্রথমেই আপনার ফোনে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার আগে শাট-ডাউন করুন অথবা আপনার ফোন পুনরায় আরম্ভ (রিস্টার্ট) করে চেষ্টা করুন। এতেও যদি কাজ না হয়, তবে ফোনের প্রয়োজনীয় তথ্য ব্যাকআপ নিয়ে স্মার্টফোনটি ফ্যাক্টরি রিসেট দিয়ে দেখতে পারেন।

এই সাধারণ পদক্ষেপগুলো ছাড়াও কয়েকটি অ্যাপ আপনার ফোনের গতি বাড়াতে পারে। এর মধ্যে একটি হচ্ছে ক্লিন মাস্টার। অ্যান্ড্রয়েড ফোনের জাঙ্ক ফাইল মুছে স্বয়ংক্রিয়ভাবে স্টোরেজ খালি করে অ্যাপটি। এ ছাড়া র‍্যামও খালি রাখে অ্যাপটি। সুইফট লকার অ্যাপটিও কাজে লাগতে পারে।



from ICT Shongbad http://ift.tt/2oOvFFP

ছবি যখন পাসওয়ার্ড

কম্পিউটারের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে পাসওয়ার্ড হিসেবে ছবি ব্যবহার করা যায়। নিরাপত্তার জন্য উইন্ডোজের এই সংস্করণে লেখাভিত্তিক পাসওয়ার্ডের পাশাপাশি যোগ হয়েছে ছবিও। এ ক্ষেত্রে ছবির বৃত্ত, সরল রৈখিক অবস্থান নির্ধারণ করে সেটিকে পাসওয়ার্ড হিসেবে ঠিক করে দেওয়া যাবে।

যা করতে হবে

Windows charm বা স্টার্ট মেনুতে গিয়ে settings থেকে Change PC settings নির্বাচন করে Users-এ ক্লিক করুন। এখান থেকে Sign-in options-এর Create a picture password-এ ক্লিক করে ইউজার পাসওয়ার্ড দিন। কম্পিউটার থেকে এমন একটি ছবি নির্বাচন করে দিতে হবে যেটিতে অনেক লুকানো অবস্থান আছে।

পিকচার পাসওয়ার্ডের উইন্ডো খোলার পর ক্লিক করে লুকানো অবস্থান দেখে দিতে হবে। Choose picture নির্বাচন করলে Set up your gesture উইন্ডো চালু হলে এখানে মাউসের কারসর দিয়ে যে যে অবস্থানগুলোকে পাসওয়ার্ড হিসেবে রাখতে চান সেটিতে ক্লিক করে দিন। আপনি ছবির প্রতিটি আলাদা অংশকে বৃত্ত বা সরলরেখা এঁকে দেখিয়ে দিতে পারেন। তিন ধাপে এটি শেষ করে Use this picture বোতাম চাপুন। পরের উইন্ডোতে নির্বাচন করা অবস্থান নিশ্চিত হওয়ার জন্য আবার দেখাবে। ভালো করে অবস্থান চিনে নিয়ে Finish বোতাম চাপুন।

পরবর্তী সময়ে লগইনের সময় নির্বাচন করা অবস্থানে ক্লিক করলেই কম্পিউটার চালু হবে। আর পিকচার পাসওয়ার্ড সরিয়ে দিতে চাইলে Sign-in options থেকে Create a picture password-এর পাশের Remove বোতাম চাপতে হবে।



from ICT Shongbad http://ift.tt/2pow84O

উড়ন্ত কার সেবা আনছে উবার

উবারের উড়ন্ত কার সেবা আনার পরিকল্পনা বাস্তবে রুপ পেতে যাচ্ছে। ডালাসে অনুষ্ঠিত ইলিভেট সামিটে প্রান্তিক অঞ্চলে যোগাযোগ নেটওয়ার্ক তৈরির এই ঘোষনা দেওয়া হয়েছে। তিন দিনের এই সম্মেলনে উবারের উড়ন্ত কারের পরিকল্পনাকে ছড়িয়ে দেওয়ার সুবিধা নেওয়া হয়েছে।

গত অক্টোবরে একটি হোয়াইট পেপারে ‘উবার এলিভেট’ নামে একটি অপ্রকাশিত অন-ডিমান্ড ফ্লাইট সিস্টেম সম্পর্কে জানানো হয়। ঐ পরিকল্পনাটি ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ ও ল্যান্ড করার প্রযুক্তি তৈরির উপর নির্ভর করছিলো, যাতে সাধারণ কারের মতোই অবকাঠামো থাকবে। উড়ন্ত কার তৈরির লক্ষে গত ফেব্রুয়ারিতে নাসার প্রকৌশলী মার্ক মুরকে প্রকল্প উন্নয়নের জন্য নিয়োগ করা হয়।

উবারের প্রধান পণ্য কর্মকর্তা জেফ হোল্ডেন অনুষ্ঠানে উবারের বর্তমান প্রকল্প নিয়ে বিস্তারিত তুলে ধরেন। যাতে অ্যারোস্পেস কোম্পানির সাথে অংশীদারিত্ব, কোথায় এই সেবা চালু হবে এবং ২০২০ সাল নাগাদ এটি চালুর জন্য নানা পরিকল্পনার কথা উঠে আসে।

হোল্ডেন জানান, প্রায় কয়েক দশক ধরেই উড়ন্ত কারের স্বপ্ন দেখতে মানুষ। এখন সেটি বাস্তবে রুপ নিতে যাচ্ছে। আমরা কতো দ্রুত এটিকে বাস্তবে রুপ দিতে পারি সেই চেষ্টা করে যাচ্ছি। তার এই বক্তব্যের মাধ্যমে উড়ন্ত কার প্রকল্পকে বাস্তবে আনার দৃড় প্রতিজ্ঞা প্রকাশ পায়।



from ICT Shongbad http://ift.tt/2poo3gt

ইন্টারনেট ছাড়াই আইপি ক্যামেরা!

বাংলাদেশ অটোমেশন সলিউশ্যন বাজারে নিয়ে এসেছে ভিআর ব্র্যান্ডের এক্সভি-০২এআর মডেলের থ্রিডি প্যানোরামিক ৩৬০ ডিগ্রি আইপি ক্যামেরা। এই আইপি ক্যামেরা ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে। এটার নিজস্ব ওয়াই-ফাই রয়েছে, যা দিয়ে মোবাইলের সঙ্গে সংযুক্ত হয়ে, ৩০-৪০ফিটের একটি পুরো রুমের নজরদারি মোবাইলেই করা যাবে।

ক্যামেরাটি যে রুমে রাখা হবে,  তার আশেপাশের ১৫০-২০০ ফিটের মধ্যে থেকে স্মার্টফোনে লাইভ দেখা যাবে পুরো রুম।

এছাড়াও ইন্টারনেট সংযোগ থাকলে এই ওয়াই-ফাই ক্যামেরাটি দিয়ে বিশ্বের যেকোনো জায়গা থেকে বাসা, অফিস, দোকানসহ প্রয়োজনীয় জায়গাগুলো লাইভ দেখা যাবে মোবাইলের মাধ্যমে। চাইলেও রেকর্ডও করা যাবে এবং মোবাইলে সেই রেকর্ড দেখা যাবে।

বাসা, অফিস, দোকানসহ প্রয়োজনীয় জায়গুলোতে নজরদারির ক্ষেত্রে এজন্য ভিআর ব্র্যান্ডের এক্সভি-০২এআর মডেলের একটি মাত্র থ্রিডি প্যানোরামিক ৩৬০ ডিগ্রি আইপি ক্যামেরা ছাড়া আর কিছুই লাগবে না। কামেরাতে বিল্ট-ইন রেকর্ডার রয়েছে, মাইক্রো এসডি মেমোরি কার্ডের মাধ্যমে যার ধারণক্ষমতা ৪ জিবি থেকে সর্বোচ্চ ৬৪ জিবি। ৬৪ জিবিতে রেকর্ড  থাকবে ৮-১০ দিন।

মোবাইল থেকে ক্যামেরাটিকে ১৮০-৩৬০ ডিগ্রি পর্যন্ত কন্ট্রোল করা যাবে। অর্থাৎ এই একটি মাত্র ক্যামেরা দিয়েই ২-৩টি সিসিটিভি ক্যামেরার কাজ করা যাবে। দারুন সুবিধার এই আইপি ক্যামেরাটি ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সুবিধা রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ: 01919 030679।



from ICT Shongbad http://ift.tt/2qhDyUw

ইন্টারনেটের দাম কমাতে উদ্যোগ

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে চায় সরকার। এজন্য উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।বর্তমানে ইন্টারনেটের মূল্যে কোনো ‘শুভঙ্করের ফাঁকি’ আছে কিনা- মোবাইল ফোন অপারেটরদের সে বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দিয়েছে ডাক টেলিযোগাযোগ বিভাগ।

বুধবার সচিবালয়ে ইন্টারনেটের মূল্যে পুনর্নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইন্টারনেটের মূল্য কিছুটা হলেও কমানো যায় কিনা সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে ইন্টারনেটের মূল্য পৃথিবীর তৃতীয় সর্বনিম্ন। আমরা চাই কিছুটা হলেও যেন দামটা কমে। এ কারণে আমাদের কিছুটা ত্যাগের মনোভাব নিয়ে, কিছুটা লস হলেও তা মেনে নিয়ে আমরা যদি জনকল্যাণের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। ট্যাক্স, ভ্যাটে কিছু করার আছে কিনা, সে বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলব।’

তিনি বলেন, ‘কিছুটা যদি রেভিনিউ শেয়ারিং মডেল, কস্ট শেয়ারিং মডেলে কস্ট কমানো যায়- সেই বিষয়গুলো এসক্সপ্লোর করে আমি বলেছি দুই দিনের মধ্যে মোবাইল অপারেটররা একটা প্রস্তাব দেবেন।’

বিভিন্ন সময়েই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে, গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ‘ইন্টারনেটের মূল্য নির্ধারণে কোনো ফাঁকি রয়েছে কিনা বিষয়টি জানতে আগামী দুই দিনের মধ্যে অপারেটরদের এ ব্যাখা দিতে বলা হয়েছে।’

ভোক্তা পর্যায়ে কেন ইন্টারনেটের এত মূল্য নেওয়া হচ্ছে- প্রশ্নে রেখে তারানা হালিম বলেন, ‘আপনারা জানেন ২০০৯ সালে প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডইউডথ এর মূল্য ‍ছিল ২৭ হাজার টাকা। বর্তমান সরকার সেটা কমিয়ে  ৬২৫ টাকা করেছে।’

তিনি বলেন, ‘তাদের পক্ষ থেকে জানিয়েছে যে প্রচারণাটি চলছে এর মধ্যে অনেকগুলো বিভ্রান্তিকর তথ্য আছে। যেমন হোলসেল এবং রিটেইলের মধ্যে কনফিউজড করা হয়েছে। এবং স্পিড ও ভলিউমের মধ্যে কনফিউজড করা হয়েছে।’

তারানা হালিম বলেন, ‘মোবাইল অপারেটরদের বক্তব্য, যে দুটো কনফিউজ করার ফলে অঙ্কে যে হিসাব দেখানো আছে সেখানে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যেটা তথ্য ভিত্তিক নয়। এর মাঝে ভ্যাট, ট্যাক্স, প্রোডাকশন খরচ, মেইনটেইন্যান্স খরচ আছে। এই সমস্ত কারণে উৎপাদন খরচ এবং এন্ড ইউজারলেবেলে যে খরচের তারতম্য হিসেবে আনা হয়নি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তারপরও আমরা বলেছি, মাঝে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা, এটা দেখতে হবে।’

‘অপারেটরদের দু’দিনের মধ্যে প্রত্যেকটি পয়েন্টের ক্লারিফিকেশন দিতে হবে। আমি তাদেরকে (অপারেটর) বলেছি শুক্রবারে প্রতিটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে জানাতে হবে সংবাদটি কী, মানুষের ধারণাটা কী এবং তাদের বক্তব্য কী। এটা মানুষের কাছে তাদের দায়বদ্ধতা। কারণ গ্রাহককে দিয়েই অপারেটররা ব্যবসা করছে।’

সভায় মোবাইল অপারেটরদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও সাবমেরিন কেবল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



from ICT Shongbad http://ift.tt/2oOBRhe

ভুয়া সংবাদ বন্ধে গুগল সার্চে পরিবর্তন

সার্চ জায়ান্ট গুগল এবার ভুয়া সংবাদ এবং ঘৃণামূলক বক্তব্য রুখতে তাদের সার্চ পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসছে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো, সার্চ এর ফলাফলে উগ্রপন্থী কনটেন্ট বা ভুয়া সংবাদ দেখানো নিয়ে কঠিন সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে এর অ্যালগরিদমকে অপব্যবহার করে উগ্রপন্থীদের কনটেন্ট প্রচারের চেষ্টা ব্যাহত হবে। আর নতুন পরিবর্তনে গুগল তাদের অ্যালগরিদমকে এমন ভাবে সাজিয়েছে যেখানে ‘ভুয়া খবরের’ কোনো লিংক সবার উপরে দেখাবে না। তবে ভুয়া খবরগুলো সার্চ অপশন থেকে মুছে ফেলা হবে না। এর বদলে এগুলোকে ‘নিম্নমানের’ খবর বলে চিহ্নিত করে সেগুলোকে সার্চ ফলাফলের সবার নীচে নামিয়ে দেয়া হবে।

গুগল সার্চ বিভাগের প্রকৌশলবিষয়ক ভাইস প্রেসিডেন্ট বেন গোমেজ বলেন, গুগল সার্চের অ্যালগরিদম এর কৌশল ব্যবহারকারীরা বুঝে ফেলায় নতুন করে ‘কাঠামোগত’ পরিবর্তন আনা হচ্ছে।



from ICT Shongbad http://ift.tt/2qhiwFL

ভাইরাল সেলফি অ্যাপে ‘বর্ণবাদী’ বিতর্ক, ক্ষমা চাইল প্রতিষ্ঠাতা

সেলফি এডিট এর জন্য ফটো এডিটিং অ্যাপ ‘ফেস অ্যাপ’ উন্মুক্ত করা হয়েছিল। রাশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের এই অ্যাপটি বর্ণবাদী আচরণের জন্য সমালোচিত হয়েছে আর এর প্রেক্ষিতে এর প্রতিষ্ঠাতা ক্ষমা চেয়েছেন বলে প্রযুক্তি বিষয়ক সাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এই অ্যাপের ফিল্টার দিয়ে গায়ের রং অপেক্ষাকৃত ফর্সা দেখানো যায়। এমনকি ছবি তুলে তাতে নানা রকম পরিবর্তন করা যায়। চোখে চশমা থাকলে বাদ দেয়া যায়। আবার এমন কিছু পরিবর্তন করা যায় যাতে বয়স কম বা বেশি দেখানো যায়, তাকে আরও আকর্ষণীয় দেখানো যায়। এছাড়াও লিঙ্গ পরিবর্তনও করা যায় এই অ্যাপে। ফিল্টারের অন্য কোনো অপশন নিয়ে কোনো সমস্যা নেই। শুধুমাত্র গায়ের রঙ আরও ফর্সা করার ফিল্টারটি বিতর্কের জন্ম দেয়।

আর এমন বিতর্কের মুখে অ্যাপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইয়ারোস্ল্যাভ গঞ্চারোভ এক ই-মেইল বিবৃতিতে এই বর্ণবাদী অ্যালগরিদমের জন্য ক্ষমা চেয়েছেন। এবং ব্যবহারকারীর ভালো অভিজ্ঞতা দেয়ার অঙ্গীকারও করেছেন।



from ICT Shongbad http://ift.tt/2oLDeMw

Wednesday, April 26, 2017

যদি ফুটবল মাঠ হয় একটি বিশাল...


যদি ফুটবল মাঠ হয় একটি বিশাল ছবি আঁকার ক্যানভাস, আমি বলবো মেসি তার পিকাসো! যদি ফুটবল মাঠ হয় একটি বিশাল নাট্যমঞ্চ, আমি বলবো মেসি তার শেক্সপিয়ার! যদি ফুটবল খেলা হয় সাহিত্যকর্ম, আমি বলবো মেসি তার রবীন্দ্রনাথ! যদি ফুটবল খেলা হয় মুষ্টিযুদ্ধ, আমি বলবো মেসি তার মোহাম্মদ আলী! যদি ফুটবল খেলা হয় গ্রিক দেবতাদের লড়াই, আমি বলবো মেসি তার জিউস! http://ift.tt/2pym35Y


যদি ফুটবল মাঠ হয় একটি বিশাল ছবি আঁকার ক্যানভাস, আমি বলবো মেসি তার পিকাসো!

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2pnYNqN

কে জানতো সেই স্কুল থেকে বের...


কে জানতো সেই স্কুল থেকে বের করে দেয়া ১৬ বছরের দুরুন্তমনা আর চরম মাত্রায় দুঃসাহসী ছেলেটি এক সময় বিশ্ব কাঁপাবে। যদিও স্কুল থেকে বের হবার সময় প্রধান শিক্ষক তার সম্পর্কে একটা কঠিন ভবিষদ্বাণী করেন, এই দস্যি ছেলে হয় জেলে যাবে, নয়তো কোটিপতি হবে। কিন্তু সেই ভবিষদ্বাণী যে দুটোই ফলে যাবে কিশোর রিচার্ড ব্র্যানসনের ভাগ্যে, এই ব্যাপারটা হয়ত অজানাই ছিলো সেই স্কুলের প্রধান শিক্ষকের। http://ift.tt/2py6ZW3


কিন্তু সেই ভবিষদ্বাণী যে দুটোই ফলে যাবে কিশোর রিচার্ড ব্র্যানসনের ভাগ্যে, এই ব্যাপারটা হয়ত অজানাই ছিলো সেই স্কুলের প্রধান শিক্ষকের।

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2po3iBw

উত্তর কোরিয়ার...


উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইয়ক ইয়ং সিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সর্বাধুনিক পরমাণু অস্ত্র ও সরঞ্জামের অধিকারী তার দেশের সেনাবাহিনী আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। http://ift.tt/2qdmIWV


উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইয়ক ইয়ং সিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সর্বাধুনিক পরমাণু অস্ত্র (Nuclear weapon) ও সরঞ্জামের অধিকারী তার দেশের সেনাবাহিনী আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2po3il4

শুধু ইচ্ছাশক্তির জোরে এমন...


শুধু ইচ্ছাশক্তির জোরে এমন অসাধ্য সাধন করায় প্রত্যন্ত অঞ্চলের দশরথ মাঝি নামের এই মানুষটি বিশ্বজুড়ে পরিচিত পান। মাউন্টেন ম্যান বা পাহাড় মানব নামটি যেন এখন শুধু তার জন্যই বরাদ্দ। http://ift.tt/2q5Kt6L


৩৬ বছর ধরে একাই পাহাড় কেটে পানি আনলেন নিজ গ্রামে - Video

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2pnV38z

শুধু ইচ্ছাশক্তির জোরে এমন...


শুধু ইচ্ছাশক্তির জোরে এমন অসাধ্য সাধন করায় প্রত্যন্ত অঞ্চলের দশরথ মাঝি নামের এই মানুষটি বিশ্বজুড়ে পরিচিত পান। মাউন্টেন ম্যান বা পাহাড় মানব নামটি যেন এখন শুধু তার জন্যই বরাদ্দ। http://ift.tt/2q5Kt6L


৩৬ বছর ধরে একাই পাহাড় কেটে পানি আনলেন নিজ গ্রামে - Video

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2qh1Iib

মৃৎ শিল্পিরা এই মাটিকেই নরম...


মৃৎ শিল্পিরা এই মাটিকেই নরম হাতের স্পর্শ দিয়ে সৃষ্টি করে ইত্যাদি শিল্প। এই শিল্প'র মধ্যে কি না ছিল, হাড়ি, পাতিল, থালা, গ্লাস, কলস, ভাস্কর্য সহ নানান জিনিস। #savepottery #tradition #বাংলা #আমার_ঐতিহ্য #মৃৎশিল্প



(RSS generated with FetchRss) ঢাকা বাজার on Facebook http://ift.tt/2oO21k2

Tuesday, April 25, 2017

৫ মিনিটের তৈরি রেসিপি ৫ দিনে আপনার ৫ কেজি ওজন কমিয়ে দিবে!! - BLACK blog | http://ift.tt/2q50IRA





শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি পাবার সাথে সাথে আমাদের ওজন বৃদ্ধি পায়। শরীরে চর্বি জমা শুরু করলে তা আমাদের স্বাস্থ্যে বিভিন্ন ধরণের জটিল রোগ সৃষ্টি করে। বিশেষ করে আমাদের হৃৎপিণ্ড, কিডনি, লিভার ও জয়েন্টে এই চর্বি মারাত্মক ক্ষতিসাধন করে। ব্যায়াম করলে ওজন কমে এই কথাটি যেমন সত্য, তেমনি কিছু ডায়েট পরিকল্পনা...

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2q4Oj05

ছাড়া নতুন আইনে কিছু ক্ষেত্রে...


ছাড়া নতুন আইনে কিছু ক্ষেত্রে মূসক হার কমানোর দাবি জানিয়েছেন অনেক ব্যবসায়ী। রাজস্বসংক্রান্ত মতবিরোধ কাটাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি আরও কার্যকর করার তাগিদ দেন তাঁরা। http://ift.tt/2q0VV3J


ছাড়া নতুন আইনে কিছু ক্ষেত্রে মূসক হার কমানোর দাবি জানিয়েছেন অনেক ব্যবসায়ী। রাজস্বসংক্রান্ত মতবিরোধ কাটাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি আরও কার্যকর করার তাগিদ দেন তাঁরা।

(RSS generated with FetchRss) Muhammad Mehedi Menafa on Facebook http://ift.tt/2pgqXBP